বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছিল রাবেয়া, পথে ট্রাকচাপায় নিহত


 বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল রাবেয়া খাতুন (১০)। কিন্তু বাড়ি পৌঁছার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ছোট্ট মেয়েটি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কে।

নিহত রাবেয়া সিংড়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে। রাজু আহমেদ খেজুরতলা জামে মসজিদের ইমাম।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, রাবেয়া সকাল সাড়ে নয়টার দিকে খেজুরতলা জামে মসজিদে যায়। বাবা রাজু আহমেদ তাকে একটা আইসক্রিম কিনে দেন। আইসক্রিম হাতে নিয়ে রাবেয়া মসজিদের পাশের নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিল। তখন বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে রাবেয়া নিহত হয়। আশপাশের লোকজনের চিৎকার শুনে রাজু আহমেদ সেখানে যান। মেয়ের মৃতদেহ দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাজু আহমেদ বলেন, জুমার দিন হওয়ায় তিনি সকাল থেকে মসজিদে কাজ করছিলেন। মেয়ে রাবেয়া তাঁর কাছে এসে আইসক্রিম খাওয়ার বায়না ধরে। তিনি পাশের একটা দোকান থেকে আইসক্রিম কিনে দেন। মেয়েটি আইসক্রিম খেতে খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। এক মিনিট পার না হতেই চিৎকার শুনে তিনি সড়কে গিয়ে মেয়েকে ট্রাকের চাকার নিচে মৃত অবস্থায় দেখেন। তখনো আইসক্রিমটি পাশেই পড়ে ছিল।

খেজুরতলা বাজারের ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, মহাসড়কের পাশেই বাজারের দোকানপাট। অথচ সেখানে গতিরোধক নেই। তাই যানবাহন বেপরোয়া চলাচল করে। আজও নাটোর থেকে বগুড়ারমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাবেয়াকে চাপা দিয়েছে। এর আগেও এখানে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ট্রাকটির চালক পালিয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। মেয়েটির মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে |         

Comments

Popular posts from this blog

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

Hey big spenders - Liverpool lead top-four domination of £1bn deals