রুটের পর ভারতকে রান পাহাড়ে চাপা দিচ্ছেন স্টোকস |


 দেড় শ রানের ইনিংসটি যখন ১২০ রান ছোঁয়, জো রুট তখন অন্য উচ্চতায়। একই দিনে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে পঞ্চম থেকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে যান দ্বিতীয় স্থানে। তাঁর সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার।

২৪৮ বলে ১৪ চারে রুটের ইনিংসটি রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে যখন থেমেছে, তখন তাঁর রান ছিল ১৫০। রুটের আউটের পর অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড। আজ তৃতীয় দিনের খেলা তারা শেষ করেছে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান তুলে। ভারতের চেয়ে ১৮৬ রানে এগিয়ে স্টোকসের দল।

১৫০ রান করে আউট হয়েছেন জো রুট
১৫০ রান করে আউট হয়েছেন জো রুট
এএফপি

১৩৪ বলে ৬ চারে ৭৭ রান নিয়ে উইকেটে আছেন স্টোকস। তাঁর সঙ্গী লিয়াম ডসনের রান ২১। এর আগে ২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ১১ রান নিয়ে দিন শুরু করা রুট টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করার পরও এগিয়ে যেতে থাকেন।
১২০ রান করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় ছাড়িয়ে যান পন্টিংকে। রুটের রান এখন ১৩৪০৯। সবার ওপরে থাকা টেন্ডুলকারের চেয়ে পিছিয়ে আছেন ‘মাত্র’ ২৫১২ রানে। আজ আউট হওয়ার আগে ওলি পোপকে নিয়ে তৃতীয় উইকেটে ১৪৪ আর স্টোকসকে নিয়ে পঞ্চম উইকেট ১৪২ রানের জুটি গড়েছেন স্টোকস।
ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

Comments

Popular posts from this blog

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

Hey big spenders - Liverpool lead top-four domination of £1bn deals

বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছিল রাবেয়া, পথে ট্রাকচাপায় নিহত